বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দুর্ঘটনাস্থলে পাওয়া সুরুজ হাওলাদারের জাতীয় পরিচয়পত্র বাবুগঞ্জ উপজেলার রামপট্টিতে বুধবার সন্ধ্যায় সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন, বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামের আব্দুস সালামের ছেলে সুরুজ হাওলাদার (৩২) ও মো. আলমের ছেলে মুরাদ (২৯)। দুর্ঘটনার পর পালিয়ে গেছে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার। জব্দ করা হয়েছে বাসটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের চালক কোনও সিগন্যাল না দিয়ে গাড়ি ঘুরিয়ে নিলে বরিশাল থেকে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে সুরুজের মৃত্যু হয়। শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।