৯ দিন বন্ধের কবলে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি

হিলি স্থলবন্দরদিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ শুক্রবার (৯ আগস্ট) থেকে টানা ৯দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান লিটন জানান, ‘আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও আগামী ১২ আগস্ট পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রয়েছে। এ কারণে উৎসব ও শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামীকাল ১০ আগস্ট শনিবার থেকে ১৭ আগস্ট শনিবার পর্যন্ত টানা আট দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ১৮ আগস্ট রবিবার থেকে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হওয়ার কথা রয়েছে।’

এদিকে শুধু সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। অপরদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।