পাটুরিয়া ঘাটের কাছে ৭ কিলোমিটার যানজট

পাটুরিয়া ফেরিঘাটঈদে ঘরমুখো মানুষ আর যানবাহনের অতিরিক্ত চাপে লণ্ডভণ্ড হয়ে গেছে মানিকগঞ্জ জেলা প্রশাসনের ৩৪ পদের আয়োজন। পাটুরিয়া ঘাটে এখন যাত্রীদের ঢল। সকাল থেকে ঘাট এলাকায় ফেরি পার হতে আসা মানুষের দুর্ভোগ চরমে। জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে পরিশ্রম করলেও দুর্ভোগ লাঘব হচ্ছে না। তবে মানিকগঞ্জ হাইওয়ে পুলিশের দাবি, ঘাটসহ মহাসড়কে এবারের যানজট ও ভোগান্তি বাড়িয়েছে মহাসড়কের বিভিন্ন জায়গায় বিকল হয়ে পড়ে থাকা লক্কড় ঝক্কড় পরিবহন এবং যত্রতত্র গাড়ি পার্কিং।পাটুরিয়া ঘাটের দিকে মানুষের ঢল

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম জানান, ‘সরকারের নিষেধ অমান্য করে পণ্যবাহী ট্রাক ঘাটমুখী হওয়ায় পরিস্থিতি বেশি খারাপ হয়েছে। এছাড়া রুট পারমিটবিহীন বিপুলসংখ্যক বিভিন্ন ধরনের যানবাহন এই রুট ব্যবহার করায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ঈদুল আজহাতে পুলিশের সর্বোচ্চসংখ্যক  সদস্য মোতায়েন করা হয়েছে। এবার ৫৮৪ জন শুধু পুলিশের সদস্য রয়েছে। এছাড়া আনসার ও র‍্যাবের সদস্যও রয়েছে।

সরেজমিনে দেখা দেখা গেছে, মহাসড়কে যান চলাচল করছে ধীরগতিতে। এর ফলে দুর্ভোগে পড়ছে নারী, বৃদ্ধ ও শিশুরা। বিশেষ করে দূরপাল্লার বাসের যাত্রীদের দুর্ভোগ ও ভোগান্তি আরও চরম আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতেই বসে থাকতে হচ্ছে তাদের। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।ঢাকা-আরিচা মহাসড়ক

দীর্ঘ সময় মহাসড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। মহাসড়কের কিছু কিছু জায়গায় থেমে থেমে যানবাহন চলাচল করলেও বেশিরভাগ এলাকাজুড়েই রয়েছে তীব্র যানজট। যে কারণে দুই থেকে আড়াই ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৯ থেকে ১০ ঘণ্টা।

গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ৭টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে মানিকগঞ্জে আসতে বাসে চেপে বসেন শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাহিদুল হক চন্দন। তাদের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ২৬ কিলোমিটার পথ আসতে সময় লেগেছে সাড়ে পাঁচ ঘণ্টা।ঢাকা-আরিচা মহাসড়ক

এদিকে কলকাতাগামী শ্যামলী পরিবহনের যাত্রী অরূপ রায় জানান, তিনি সাভার থেকে রাত ১২টায় রওনা দেন। তাকে বহনকারী বাসটি পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায় শনিবার সকাল ৯টায়। তিনি জানালেন, সাভার থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যানবাহন চলছে শামুকের গতিতে।

শনিবার ভোর থেকে পাটুরিয়া ঘাটে যানবাহন আর মানুষের উপচেপড়া ভিড় শুরু হয়। সকাল থেকে ১০টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট থেকে যানবাহনের লাইন মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুপুর নাগাদ চাপ কিছুটা কমলেও ৭ কিলোমিটারের বেশি যানজট দেখা গেছে।   

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার  মো. আজমল হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহন ও যাত্রী পারাপারে তাদের ২০টি ফেরি নিয়োজিত রয়েছে। নদীতে স্রোত থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক আছে।  ঢাকা-আরিচা মহাসড়ক

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গাবতলী থেকে আসা যাত্রীসেবা, সেলফি, নিলাচল, পদ্মা লাইনসহ বিভিন্ন লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। ১২০ টাকার ভাড়া তাদের কাছ থেকে রাখা হয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা।

ফরিদপুরগামী যাত্রী ফয়সাল জানালেন, যাত্রীসেবা পরিবহনে আসতে তাকে পাটুরিয়া পর্যন্ত গুনতে হয়েছে ৪০০ টাকা।

আরেক যাত্রী আবদুল্লাহ আল মামুন জানান, সেলফি নামের একটি পরিবহন তার কাছ থেকে ৪৫০ টাকা নিয়েছে। ৫০০ টাকা চাইলে দরদাম করে ৪৫০ টাকায় পাটুরিয়া ফেরি ঘাটের দিকে যাচ্ছে বাসগুলো। তিনি জানালেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাকা ঘুরছে না বললেই চলে। ভোর ৫টার দিকে গাবতলী থেকে রওনা হয়ে মানিকগঞ্জ পর্যন্ত আসতে সময় বাজে সাড়ে ১১টা।’ সামনের ২৬ কিলোমিটার যেতে আর কত সময় লাগবে তিনি জানেন না।

আরও পড়ুন- 

উত্তরবঙ্গের পথে ভোগান্তি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

শিডিউল বিপর্যয়, ৬-১০ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন