জনসংহতির (এমএন লারমা) ২ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিরাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমাসহ (৩৫) দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর।

নিহত অপর ব্যক্তি হলেন এনো চাকমা (৩০)। তিনিও একই সংগঠনের বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ওসি জানান, উপজেলা সদরের বাবুপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশে শতসিদ্ধি চাকমার নিজ বাসায় একদল দুর্বৃত্ত ব্রাশফায়ারে এ হত্যাকাণ্ড চালায়।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জ্ঞান চাকমা নিহতদের নিজেদের নেতা দাবি করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বাবুপাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে রাতে জনসংহতি সমিতির কোনও দায়িত্বশীল নেতাকে ফোনে পাওয়া যায়নি।