ফরিদপুর মেডিক্যালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ বছরের এক শিশু মারা গেছে। তার নাম তানজিদ মোল্লা (৯)। মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানজিদ ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার বাসিন্দা ভ্যানচালক জাহিদ মোল্লার ছেলে।

তানজিদের ফুপু রিনা বেগম জানান, তিন দিন জ্বরে ভোগার পর গত ১১ আগস্ট শিশুটিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, তানজিদ মধুখালীতে নিজ বাড়ি থেকেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়।

হাসপাতাল পরিচালক জানান, এ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিনজন মারা গেল।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে বুধবার পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৮৯৭ জন। বুধবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৭৩ জন। চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ৪২০ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ১০১ জনকে।