সোনাতলার বিলে শখ করে নৌকা চালাতে গিয়ে ডুবে মৃত্যু

বগুড়া

বগুড়ার সোনাতলায় বিলে বন্ধুদের সঙ্গে শখ করে নৌকা চালাতে গিয়ে সেলিম হোসেন (২০) নামে এক ব্যক্তি ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সুজাইতপুর নয়াপাড়ার গোবরচাঁপা বিলে এই ঘটনা ঘটে।

সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও গ্রামবাসীরা জানান, সেলিম হোসেন সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর নয়াপাড়ার জহুরুল ইসলামের একমাত্র ছেলে। তিনি ঢাকায় মোটর মেকানিক্সের কাজ করেন। ঈদের ছুটিতে এসে সেলিম গ্রামের ৪-৫ জন বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী গোবরচাঁপা বিলে নৌকা চালাতে যান। বিলের ওপারে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ করে গভীর পানিতে নৌকা ডুবে যায়। অন্য বন্ধুরা সাঁতরিয়ে পাড়ে উঠলেও সাঁতার না জানা সেলিম নিখোঁজ হন।

সোনাতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল রানা জানান, তারা ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় ডুবে যাওয়া ওই যুবককে উদ্ধার করতে পারেননি।

গ্রামবাসীরা দেড় ঘণ্টার চেষ্টায় জাল দিয়ে বিল থেকে তার লাশ উদ্ধার করেন।