৪৪তম শোক দিবসে ৪২তম ব্যানার!

ভুল ব্যানারবরগুনার তালতলী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে ৪২তম বার্ষিকীর ব্যানার দিয়ে। শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) তালতলী সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের ব্যানারে এই ভুল দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, ৪৪তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের ব্যানারে ৪২তম লেখা। ব্যানারের পেছনের ছবিতে দেখা গেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাশ শুভসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিন্দ্র নাথ হাওলাদার বলেন, ‘ব্যানারে একটু ভুল হয়েছে। পরে আমরা সংশোধনী দিয়েছি।’

ব্যানারে ভুলএ নিয়ে সাংবাদিকদের নিউজ না করার অনুরোধ করে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে পরে যোগাযোগ করা হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, 'বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপিঠের এ রকম ভুল মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরাও ক্ষুব্ধ।'

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাশ শুভ বলেন, 'ঘটনাটি আমার নজরে এসেছে, কলেজ কর্তৃপক্ষকে ডেকেছি। এ বিষয় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'