যশোরে আরও ১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীযশোরে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬৫ ডেঙ্গু রোগী।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় ৫৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৩৮৩ জন। যার মধ্যে ৩১৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। প্রতিদিন রোগী বাড়ায় জায়গা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়ার্ডের পাশাপাশি রোগীদের হাসপাতালের কনফারেন্স রুম ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের দেখছেন চিকিৎসকরাযশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ওবায়দুল কাদির উজ্জ্বল জানিয়েছেন, চিকিৎসকরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তবে হাসপাতালে গুরুতর অসুস্থ কোনও ডেঙ্গু রোগী নেই।