মাগুরায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

সুমনকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারি

মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমন মোল্লা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুমন মোল্লা মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে। তিনি স্থানীয় শত্রুজিৎপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সুমন মোল্লার চাচা গাফ্ফার মোল্লা জানান, নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ৮ আগস্ট  সুমনের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। ওই দিনই তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুণ্ডু জানান, গত ৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরা হাসপাতালে ভর্তি হন সুমন মোল্লা। ১২ আগস্ট পরিবারের ইচ্ছায় তাকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছিল।