খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ২৫৭৩, নতুন রোগী ১২৪ জন

ডেঙ্গু রোগী

খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এখন ২৫৭৩ জন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন করে আরও ১২৪ জন আক্রান্ত হয়েছেন। এদের ১১৮ জন সরকারি হাসপাতালে এবং ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত বিভাগে আক্রান্তদের মধ্যে ২৩৩২ জন সরকারি হাসপাতালে ভর্তি ও ২৪১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৫০৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। আর ২০০৮ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। অবশিষ্ট ৬১ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ জুলাই থেকে ১৮ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিভাগে ২৫৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে যশোরে ৬৪৩ জন, খুলনায় ৫৫৩ জন, কুষ্টিয়ায় ৩৯৭ জন,  সাতক্ষীরায় ২১৮ জন, ঝিনাইদহে ১৭৭ জন, নড়াইলে ১৭০ জন, মাগুরায় ১৫১ জন,  মেহেরপুরে ৯৪ জন, বাগেরহাটে ৯০ জন, চুয়াডাঙ্গায় ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বর্তমানে খুলনায় ৮৫ জন, বাগেরহাটে ১৪ জন, সাতক্ষীরায় ৪৬ জন, যশোরে ১৯৭ জন, ঝিনাইদহে ৩১ জন, মাগুরায় ২৫ জন, নড়াইলে ২৮ জন, কুষ্টিয়ায় ৫৬ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসাধীন অবস্থায় খুলনায় ৪ জন, নড়াইলে ১ জন, মাগুরায় ২ জন মারা গেছেন।

তিনি আরও জানান, শনিবার বেলা ১১টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা বিভাগে নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যশোরে ৫১ জন, খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, ঝিনাইদহে ৫ জন, নড়াইলে ৮ জন, মেহেরপুরে ৭ জন, চুয়াডাঙ্গায় ১ জন, সাতক্ষীরায় ১১ জন, বাগেরহাটে ৪ জন ও মাগুরায় ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।