ঝালকাঠিতে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

ঝালকাঠিঝালকাঠিতে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শামসুন্নাহার কল্পনা (৩৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলার সুগন্ধিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় কল্পনার ভাই ফারুক আহম্মেদ বাদী হয়ে তার স্বামী শাখাওয়াত হোসেন সাগরসহ চারজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২০০২ সালে বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারী সাগরের সঙ্গে উত্তর আশিয়ার গ্রামের ফজলুল করিম খানের মেয়ে কল্পনার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালায় সাগর। এছাড়া কল্পনার নামে তার বাবার দেওয়া বরিশাল শহরের একটি জমি লিখে দিতে চাপ দেয় সাগর।

এ বিষয়ে কল্পনার ছোট ভাই ফারুক আহম্মেদ জানান, যৌতুকের দাবি ও  স্বামীর নির্যাতন সইতে না পেরে কল্পনা আত্মহত্যা করেছেন। তার স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা বিভিন্ন সময় নির্যাতন করত।

এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় নিহতের ভাই নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে আসামি শাখাওয়াতসহ অন্যরা পলাতক রয়েছে।