চার কোটি টাকা আত্মসাৎ মামলায় খুলনায় বাবা-ছেলে গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবি

ব্যবসার চার কোটি টাকা আত্মসাৎ মামলায় খুলনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন, মামলার প্রধান আসামি মাহমুদুর রহমান ও তার বাবা আবদুল কাদের। সোমবার (১৯ আগস্ট) দুপুরে শহরের শেরে বাংলা রোডের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
ব্যবসায়ী এম এ মাজেদ সরকার গত ১৫ আগস্ট চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অপর আসামি মাহমুদুরের ভাই আরিফুর ইসলাম পলাতক রয়েছে।
সিআইডির এস আই মধুসুধন বর্মন জানান, বাদী ও আসামিরা ২০১০ সাল থেকে অংশীদারি ব্যবসা শুরু করেন। তারা যৌথ হিসেবে লেনদেন করতেন। চার থেকে পাঁচ মাস আগে আসামিরা ব্যাংক থেকে সব টাকা তুলে নেন এবং বাদীকে বের করে দেন। পরে তিনি ১৫ আগস্ট মহানগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করা হবে।