দেশি পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রি, দোকান মালিককে জরিমানা

মানিকগঞ্জে ‘কিডস অ্যান্ড মম’ দোকানে অভিযানদেশি পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রি ও পণ্যের দাম বেশি নেওয়ায় মানিকগঞ্জে ‘কিডস অ্যান্ড মম’ নামের এক পোশাক বিক্রির প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জরিমানাতিনি বলেন, ‘দেশে তৈরি বিভিন্ন পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বাড়তি দামে ক্রেতাদের কাছে বিক্রি করে আসছে কিডস অ্যান্ড মম নামের ওই পোশাক বিক্রির দোকান কর্তৃপক্ষ। ক্রেতাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তারা ক্রেতাদের ভ্যাটের কোনও কাগজ দেয় না। এছাড়া অধিকাংশ পণ্যে প্রতিষ্ঠানটি শতকরা ৫০ থেকে ৭০ ভাগ মুনাফা করছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’