ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিক্যালে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সেলিম মিয়া (২৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সেলিম মিয়া গত ১৩ আগস্ট হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিট-৪ এ ভর্তি হয়েছিলেন। অবস্থা খারাপ হলে সোমবার সকালে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) পাঠানো হয়। সেখানে রক্তের অনুচক্রিকা কমে যাওয়ায় তার মৃত্যু হয়। সেলিম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে।
এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ভোরে আনোয়ার হোসেন, রোববার (১৮ আগস্ট) রাতে রাসেল মিয়া এবং কয়েক দিন আগে ফরহাদ হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়।