কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় আদালতে মাদক মামলার আসামিরাকুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন এবং দুইজনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের ইয়াকুল মণ্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। দেড় বছরের সাজাপ্রাপ্তরা হলো, একই উপজেলার ফারাকপুর গ্রামের মজিবর সেখের ছেলে বাবুল সেখ (৫০) ও বারোমাইল গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪০)।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর রাতে ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজারে র্যা ব-১২ আসামিদের আটক করে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যা ব।