যশোরে আরও ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

যশোর জেনারেল হাসপাতালগত ২৪ ঘণ্টায় যশোরের আট উপজেলায় নতুন করে আরও ৪২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সবমিলিয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছে ১৯২ জন ডেঙ্গু রোগী।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় মোট ৬৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৯৩ জন। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন। আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২ জন ও বেসরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানিয়েছেন, তারা এ পর্যন্ত ৪৪৪ জন ডেঙ্গু রোগী পেয়েছেন। ইতোমধ্যে ৩৬৫ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৯ জন।
রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘চিকিৎসা ভালোভাবে চলছে। কোনও কিছুর সংকট নেই।’