নদী দখল করায় ভবন ভেঙে দিয়ে মালিককে জরিমানা

নদীর জায়গা দখল করে ভবন নির্মাণ করায় ভেঙে দেওয়া হয়েছে একটি ঘরঝিনাইদহে নদীর জায়গা দখল করে ভবন নির্মাণ করায় একটি ঘর ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভবনের মালিক কালাম হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শহরের চিত্রা নদীর পাড়ের পুরাতন মাংস হাটায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাংস হাটায় খয়েরতলা গ্রামের গোলাম রসুলের ছেলে কালাম হোসেন নদীর জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করছিল। খবর পেয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় নির্মাণাধীন ভবনটি ভেঙে দিয়ে ভবনের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন জানান, নদীর জায়গা দখল করে ভবন নির্মাণের অপরাধে আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।