ঢাকা থেকে ২২ দিনের নবজাতককে চুরি করে পাবনায় বিক্রির সময় আটক ৪

বিক্রির সময় উদ্ধার হওয়া নবজাতক ঢাকা থেকে ২২ দিন বয়সী এক নবজাতককে চুরি করে পাবনায় বিক্রির সময় পুলিশের হাতে চারজন আটক হয়েছে। বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমতপ্রতাপপুর গ্রাম থেকে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুল হক এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলো– হেলাল (৩২) ও তার স্ত্রী আমেনা, মুন্নী বেগম ও স্বর্ণা বেগম। তারা পুলিশ হেফাজতে রয়েছে।

ওসি জানান, কিসমতপ্রতাপপুরের হেলাল দীর্ঘদিন যাবৎ ঢাকায় শ্রমিকের কাজ করে। মঙ্গলবার সে ঢাকা থেকে ২২ দিনের এক নবজাতককে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। বুধবার বেলা ১১টার দিকে শিশুটিকে স্বর্ণা বেগম নামে এক নারীর কাছে হস্তান্তর করে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা নবজাতকসহ উল্লিখিত চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে থানায় নিয়ে আসে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছে, নবজাতকটির মা-বাবা পাবনায় পৌঁছে দেওয়ার জন্য তাকে তার কাছে দিয়েছিল। কিন্তু সে নবজাতকটির মা-বাবার নাম-পরিচয় জানে না বলে জানায়। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সদর থানা পুলিশের একটি দল  বুধবার বিকালেই হেলালকে নিয়ে ঢাকায় রওয়ানা দেয়।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওই নবজাতকের দাম ২০ হাজার টাকা চাওয়া হচ্ছে এ কথা জানতে পেরেই তারা ওই চারজনকে আটক করে পুলিশে সংবাদ দেন।