ঠাকুরগাঁওয়ে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁওয়ে বাস-মিনিবাস সংঘর্ষঠাকুরগাঁওয়ে বাস ও মিনিবাসের সংঘর্ষে তিন জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের ডেনিস ভুটপাড়া এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন−ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ার মিনিবাসচালক বাবুল হোসেন (৪০), পঞ্চগড়ের চাকলাহাট এলাকার বাসিন্দা অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখার কর্মকর্তা কামরুজ্জামান রাজু (৫২) ও ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ (৫২)।ঠাকুরগাঁওয়ে বাস-মিনিবাস সংঘর্ষ

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এসআই আহমেদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিনিবাস ও ঢাকা থেকে আসা সোনারবাংলা নামের বাসটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। ঠাকুরগাঁওয়ের ভুটপাড়া ডেনিস এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে যানবাহন দুটি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এতে মিনিবাস উল্টে গিয়ে ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। আহত ১৫ জনকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়।