যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই

single pic template-1 copy (2)দেশের অন্যত্র কমলেও যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) যশোর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এ পর্যন্ত জেলায় মোট ৮২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৪৫ জন। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭৭ জন। তাদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন, আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩০ জন।

সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় জানিয়েছেন, যশোরের সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এ জেলাতে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে উপজেলাতে নতুন রোগীর সংখ্যা বাড়ছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা বাড়তে পারে। তবে চিকিৎসা ব্যবস্থায় কোনও সংকট নেই। এছাড়া সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহায়তায় মশকনিধণের কাজ বৃদ্ধি করা হয়েছে।