কুষ্টিয়া সীমান্তে ৩৮ হাজার ভারতীয় রুপিসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় রুপিসহ মো. মামুন অর রশিদ (৩২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

আটক যুবক মামুন অর রশিদ দৌলতপুর উপজেলার ইনসাফনগর ইউপির চর সরকার পাড়া গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম জানান, দৌলতপুর উপজেলার সীমান্ত পিলার-১৫৭/২-এস হতে ৫০ গজ বাংলাদেশের ভেতরে এবং বিওপি হতে ৮০০ গজ উত্তর-পশ্চিম দিকে মরারপাড় (জিআর-৭১৯৬৯৮ এমএস ৭৮ডি/১২) নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৮ হাজার ভারতীয় রুপিসহ মো. মামুন অর রশিদকে আটক করা হয়। আটক আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করেছেন বিজিবি।