নাটোরে বিষ খেয়ে নবদম্পতির ও বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

নাটোরনাটোরের গুরুদাসপুর উপজেলায় বিষ খেয়ে নব দম্পতির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়। গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নববধূ স্বপ্না খাতুন (১৬) রাজশাহীর পুঠিয়া উপজেলার শফিক উদ্দিনের মেয়ে। তার স্বামী হাসান আলী (১৯) গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু ও ওসি মোজাহারুল ইসলাম জানান, প্রায় দুই মাস আগে স্বপ্নার সঙ্গে হাসান আলীর প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সাংসারিক ছোটখাট বিষয় নিয়ে তাদের মাঝে মধ্যে মান-অভিমান চলতে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে তর্কাতর্কির এক পর্যায়ে অভিমান থেকে তারা একসঙ্গে বিষ (মাছ শিকারে পুকুরে ব্যবহৃত গ্যাসট্যাবলেট) খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পথেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁচকৈড় আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবনে নির্মাণের কাজ করছিলেন একদল শ্রমিক। এক পর্যায়ে নির্মাণ শ্রমিক শহরের বনবেলঘড়িয়া এলাকার মোজাম্মেলের ছেলে আসাদুল ইসলাম ওরফে আসাদের (৩০) কাজ করার যন্ত্র (কুর্ণি) ভবনের বৈদ্যূতিক তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।