পুলিশ জানায়, গত ২৬ জুন সাফায়েতুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাস দেয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী মো. আফজাল হোসেন নিছার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এ মামলায় পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম করছে তাদের আইনের আওতায় আনা হবে।’