নারায়ণগঞ্জে চার টন অবৈধ পলিথিন ব্যাগ জব্দ, কারখানা বন্ধ ও জরিমানা

ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চার টন অবৈধ পলিথিন ব্যাগ ও ব্যাগ তৈরির কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার নয়াপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন।
এ সময় আদালত ল্যাব কেয়ার ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ কারখানা বন্ধ করে দেন। এছাড়া অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন করার দায়ে ওই কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।