চবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ সেপ্টেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি জানান, সভায় ভর্তি পরীক্ষার রুটিনও ঠিক করা হয়েছে। বি-ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর, ডি- ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর, এ-ইউনিটের পরীক্ষা ২৯ অক্টোবর, সি-ইউনিটের পরীক্ষা ৩০ অক্টোবর, এছাড়া উপ-ইউনিট বি১ ও ডি১ এর ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার আবেদনের ফি ধরা হয়েছে প্রতি ইউনিট/উপ-ইউনিটের জন্য ৪৭৫ টাকা এবং আবেদন প্রসেসিং ফি বাবদ ৭৫ টাকা অর্থাৎ সর্বমোট ৫৫০ টাকা। আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া আবেদন ফি জমা দেওয়া যাবে ১ অক্টোবর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।