গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বলেন, জেলা প্রশাসনের সহায়তায় শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি, উজিলাব ও কেওয়া গ্রামের ৬টি জায়গায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি, দুই ইঞ্চি ও তিন ইঞ্চি ব্যাসের প্রায় সাত কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ বিপুল পরিমাণ পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিনি জানান, তিতাস গ্যাস অফিসের অনুমোদন না নিয়ে স্থানীয় প্রভাবশালীরা রাতের অন্ধকারে ১৫ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে এসব বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। অবৈধভাবে গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।