বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

যাবজ্জীবনবরিশাল নগরীর জিয়া সড়ক থেকে ২ হাজার ৭শ’ বোতল ফেনসিডিলসহ আটক যশোরের মাদক বিক্রেতা আনোয়ারুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে আসামির অনুপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহিদ আহমেদ এই রায় ঘোষণা করেন।

আনোয়ারুল ইসলাম যশোরের পোড়াবাড়ির আমিনউদ্দিন মৃধার ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে জানান, ২০১০ সালের ১০ অক্টোবর নগরীর জিয়া সড়কে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি প্রাইভেট কার আটক করে। সে সময় কার থেকে ওই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক বিক্রেতা আনোয়ারুলকে।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই ইরানুল ইসলাম ২০১২ সালের ২১ নভেম্বর আনোয়ারুলকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ জনের সাক্ষ্য শেষে বিচারক এই রায় দেন।