চলে গেলেন পাহাড়ের প্রথম ও একমাত্র একুশে পদকজয়ী মংছেনচীং

প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশে পদক গ্রহণ করছেন মংছেনচীং মংছিন রাখাইনপার্বত্য জনপদের প্রথম ও একমাত্র একুশে পদকজয়ী সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মংছেনচীং মংছিন রাখাইন (৫৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটির তবলছড়ির মেয়ের বাসায় সকাল ১১টায় দেহত্যাগ করেন তিনি। দীর্ঘদিন যাবৎ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। মংছেনচীং ফুসফুসের রোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী শোভারাণী ত্রিপুরা।

মংছেনচীং কক্সবাজার জেলায় রাখাইন পাড়ায় ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে সাহিত্য গবেষণার জন্য একুশে পদক পান। এছাড়াও তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নানা সামাজিক, সাংস্কৃতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী শোভারাণী ত্রিপুরা শিক্ষিকা ও সাহিত্যিক। সাহিত্যে অবদানের জন্য শোভারাণী ২০১৭ সালে বেগম রোকেয়া পুরস্কার পান।

রবিবার মহালছড়িতে সামাজিক রীতি অনুযায়ী মংছেনচীং মংছিন রাখাইনের দাহকার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।