নবীনগর পৌর নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৯০ জন

ব্রাহ্মণবাড়িয়াআগামী ১৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে বিভিন্ন রাজনৈতিক দলের ৯০ জন প্রার্থী নির্বাচনের রির্টানিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১১ জন, ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৫ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট শিব শংকর দাস, বিএনপি মনোনীত মো. সাহাবুদ্দিন, বিএনপির বিদ্রোহী ও বর্তমান মেয়র মো. মাঈন উদ্দিন, জাতীয় পার্টির মো. আবু জাহের, নির্দলীয় বশির আহমেদ সরকার, মলাই মিয়া, ফারুক আহমেদ, মো. ইসহাক মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহাবউদ্দিন নিজেদের যোগ্য দাবি করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মাঈন উদ্দিন নবীনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, পৌরবাসী তার কাজের মূল্যায়ন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তার বিজয় সুনিশ্চিত।

নবীনগর পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ অক্টোবর ভোট হবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত নবীনগর পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা। এখানে মোট ভোটার ৩৪ হাজার ২৭৯ জন।