সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদনীলফামারীর সৈয়দপুরের খড়খড়িয়া ব্রিজ এপ্রোচ (রাবেয়া মোড়ে) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ন সচিব) মো. মাহবুবুবর রহমান ফারুকি।
জাতীয় মহাসড়কে সড়ক ও জনপথ অধিদফতরের ওই জায়গায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানে পার্বতীপুর উপেজলার সোনাপুকুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, বিআরটিসি কাউন্টার, দিনাজপুর জেলা পরিষদের স্বাগতম গেটসহ রাস্তার দুই পাশের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (রংপুর অংশের) প্রকল্পের ব্যবস্থাপক-১ (চলতি দায়িত্ব) মো. মামুন কায়সার, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।