আখাউড়া স্থলবন্দরে তিন দিন আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরহিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দুইদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিনের ছুটির ফাঁদে পড়েছে আখাউড়া স্থলবন্দর। তবে এই সময়ে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন সাহার বরাত দিয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি। এছাড়া ট্রাক চালকেরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুই দেশের মধ্যে আজ এবং আগামীকাল আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।’ শনিবার সকাল থেকে আমদানি-রফতানি আবার স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শান্তি বরণ চাকমা এবং আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।