গাজীপুরে ৩০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

টঙ্গীতে জব্দকৃত পলিথিন ভর্তি ট্রাকগাজীপুরের টঙ্গীতে প্রায় ৩০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম ও কাজী তামজীদ আহমেদ। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট সাড়ে ১২ লাখ টাকা অর্থদণ্ড ধার্য করে আদায় করেন। পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন এ তথ্য জানান।  

সালমান চৌধুরী শাওন জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী কাঁচাবাজার এলাকায় দুটি ভ্রাম্যমাণ আদালত পলিথিনবিরোধী অভিযান চালান। পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ওই এলাকার ব্যবসায়ী আলী, হারুন ও খলিলের মোট পাঁচটি গুদাম থেকে ওই পলিথিন জব্দ করা হয়। এ সময় অবৈধ পলিথিন বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

তিনি আরও জানায়, এ ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী জানান, দেশব্যাপী পলিথিন বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।