গোপন সংবাদে অভিযান, ২৪ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া পৌরসভার গোবিন্দরখীল এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন এ তথ্য জানান।

আটক ২৪ রোহিঙ্গা হলেন—নেজাম উদ্দীন (৬৫), জিয়াউর রহমান (১৯), শহীদুল ইসলাম (১৯), শফিক আলম (১৯), আবুল কালাম (৪২), বশির আহমদ (৫৫), আবু মোনাফ (৬০), আলি আহমদ (১৯), আবদুস সালাম (৪৮), মো. জুনায়েদ (৪২), মো. হোসেন (২১), জিয়াউর রহমান (১৯), সাইফুল ইসলাম (১৯), মো. ইউসুফ (২০), নবী হোসেন (২৭), মো. আমিন (৪২), মো. ইলিয়াছ (৩০), আবদুর রাজ্জাক (২৫), নুরুল আমিন (৪০), মো. কাসেম (৩৯), আনোয়ার ছাদেক (২১), আহমদ কবির (৪৫), মুজিবুর রহমান (১৯) এবং শরিফ (১৯)।

ওসি বোরহান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে প্রবেশ করে পটিয়ার গোবিন্দরখীল এলাকায় অবস্থান করছে—এমন সংবাদ পেয়ে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি। পরে বৈদেশিক নাগরিক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’