বগুড়ার চরপাড়াহাট-হলিখালী বাজার সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে

চরপাড়াহাট থেকে হলিখালী বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় কার্পেটিং উঠে গেছেবগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়াহাট থেকে হলিখালী বাজার পর্যন্ত ব্যস্ততম সাত কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় এ সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনাতলা উপজেলার চরপাড়াহাট-হরিখালী বাজার সড়কটি জনগুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন ১৮ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এছাড়াও এ পথেই স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবীরা নিজ নিজ প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। সংস্কার না করায় গত প্রায় দুই বছর ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া, রাস্তার দু’পাশে বসতবাড়ির ড্রেন না থাকায় ব্যবহৃত পানি গড়িয়ে এসেও রাস্তার ক্ষতি করছে।

এ ব্যাপারে উপজেলার মিলনেরপাড়া গ্রামের জরিনা বেওয়া, করমজা গ্রামের শামছুল হক, পদ্মপাড়ার আনিসার মাস্টার, জুলফিকার রহমান প্রমুখ জানান, কর্তৃপক্ষের উদাসীতায় গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন সংস্কার হয় না।

এ ব্যাপারে উপজেলার পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত ও মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন জানান, বিষয়টি একাধিকবার উপজেলা প্রকৌশলীকে তিনি মৌখিক ও লিখিতভাবে বলেছেন। স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নানও রাস্তাটি দ্রুত মেরামত করতে নির্দেশনা দিয়েছেন। এরপরও এটি সংস্কারের কাজ হচ্ছে না।

উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, রাস্তাটি সংস্কার করতে একটি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই বরাদ্দ আসবে, তখন কাজটি বাস্তবায়ন করা হবে।