ওভারটেক করতে গিয়ে বাস খাদে, হেলপার নিহত

উল্টে যাওয়া বাসবরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জে বিএমএফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে রেদোয়ান (১৮) নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আটজন যাত্রী আহত হয়। সোমবার বিকালে রহমতপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেদওয়ান গোপালগঞ্জ জেলার মুকছেদপুর এলাকার বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, বাসটি যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে যাচ্ছিলো। পথে ওই জায়গায় সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হন। এ সময় বাসে থাকা আটজন যাত্রী আহত হন। তাদের মধ্যে দুই জনকে গুরুতর আহত অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।