পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ

জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পথসভাপুলিশের বাধায় পঞ্চগড় জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) তারা এ বিক্ষোভের আয়োজন করে।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, বেলা ১২টার দিকে জেলা কার্যালয় থেকে তারা মিছিল বের করে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কে একশ মিটার না যেতেই পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা জেলা বিএনপি কার্যালয়ের সামনে পথসভা করেন। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক।

এ সময় বক্তারা বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।