টেকনাফে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

72140535_712966592534920_4820028177512398848_n

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার চার দিনের মাথায় কক্সবাজার টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার দাম আনুমানিক দেড় লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টেকনাফ পৌরসভা থেকে শাহপরীর দ্বীপের নাফ নদীতে এই অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় বিজিবি ও নৌ-পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘মা ইলিশ রক্ষায় টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত নাফ নদী ও সাগরে এই অভিযান অব্যাহত থাকবে।’