আজ থেকে খুলনায় ব্যাটারিচালিত রিকশার অনির্দিষ্টকালের ধর্মঘট

খুলনাব্যাটারিচালিত রিকশা বন্ধ করার উদ্যোগের প্রতিবাদে আজ সোমবার (১৪ অক্টোবর) থেকে খুলনা মহানগরীতে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত রিকশার ধর্মঘট শুরু হচ্ছে। পাশাপাশি রিকশাচালকরা ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলও বন্ধ করার জন্য বাধা দেবে বলে ঘোষণা দিয়েছেন। রবিবার সন্ধ্যায় দৌলতপুর মোল্লার মোড়ে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দৌলতপুর থানা রিকশা-ভ্যান চালক ওয়ার্কার্স ইউনিয়নের নেতা লোকমান হোসেন জানান, দৌলতপুর পাবলায় তার রিকশা গ্যারেজ রয়েছে। আজ দৌলতপুরে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল তা পুলিশ বন্ধ করে দিয়েছে। এজন্য তারা সমাবেশ না করে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দীন জুয়েলের সঙ্গে দেখা করে তাদের দাবি-দাওয়া পেশ করবেন। একই সঙ্গে রিকশার ধর্মঘটও চলবে।

সংগঠনের সাধারণ সম্পাদক জব্বার ফকির বলেন, ‘আজ থেকে নগরীতে কোনও রিকশা বের হবে না। সঙ্গে সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইক বের হলে তা ভেঙে দেবেন রিকশার মালিকরা।’