পিরোজপুরে বাস মালিককে কুপিয়ে জখম, প্রতিবাদে ধর্মঘট

২১

পিরোজপুর বাস মালিক সমিতির একজন সদস্যকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। এজন্য জেলা শহর থেকে ঢাকাসহ বিভিন্ন আঞ্চলিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।  

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে পিরোজপুর বাস মালিক সমিতির একাংশের আহ্বায়ক রতন ঠাকুর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে বাস মালিক সমিতির সদস্য নিজাম মোল্লা শহরের বাইপাস সড়কের বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হন। ওষুধ কিনে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নিজাম মোল্লাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে পাঠান।

আহত নিজাম মোল্লার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তিনি পিরোজপুর শহরের বাইপাস সড়কে ঠিকাদার জাহাঙ্গীরের বাসায় ভাড়া থাকেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে (রাত সাড়ে দশটা পর্যন্ত) কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’