কর্ণফুলী নদীতে বাল্কহেড ডুবি

চট্টগ্রামচট্টগ্রাম বন্দরের ডলফিন জেটির সামনে খনন কাজে নিয়োজিত বালি বহনকারী একটি বাল্কহেড ডুবে গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই নৌযানে নাবিকসহ ছয়জন ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
ডুবে যাওয়া নৌযানটির নাম ফারজানা ফারহানা আজমির-৫। নোযানটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে বন্দরের খনন কাজে নিয়োজিত ছিল।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ডলফিন জেটিতে অবস্থানরত একটি অয়েল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর নৌযানটি ডুবে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে বাল্কহেডটি ডুবে গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম আছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বুধবার সকালে জোয়ার আসবে। তখন জাহাজ আসা-যাওয়া শুরু হবে। এর মধ্যেই নৌযানটি সরিয়ে চ্যানেল নিরাপদ করা হবে।