টাকা আত্মসাৎ মামলায় খুলনার বরখাস্ত সহকারী কর কমিশনার গ্রেফতার

মেজবাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে দুদকবরখাস্ত হওয়া খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাৎ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বয়রার বাসভবনের সামনে থেকে দুদক তাকে গ্রেফতার করে।

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. নামজুল হাসান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, বাগেরহাট কর সার্কেলের সাবেক সহকারী কর কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমেদ করদাতাদের দেওয়া ওই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ২১ জুলাই খুলনার কর অঞ্চলের উপ কর-কশিনার খন্দকার মো. তারিফ উদ্দিন দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত শেষে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ও মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে গত ১৬ অক্টোবর তার নামে মামলা হয়। দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে দুদক জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এরপর আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে দুদক মেজবাহকে গ্রেফতার করে।

এর আগে, ১৯ মে তাকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করে কর অঞ্চল খুলনা।