নদীতে যাত্রী পারাপারের সময় ডুবে গেলেন মাঝি

Narayanjangনারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রী নিয়ে নদী পারাপারের সময় একজন মাঝি নদীতে ডুবে গেছেন। ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরী দিনভর খুঁজেও মোহাম্মদ আলী (৪৬) নামের ওই নৌকাচালকের মরদেহ উদ্ধার করতে পারেননি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে মুড়াপাড়া মঙ্গলখালী ঘাট থেকে যাত্রী নিয়ে রূপগঞ্জ ঘাটে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। পথে রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রামের আয়েব আলীর ছেলে নৌকার মাঝি মোহাম্মদ আলী হঠাৎ পানিতে পড়ে যায়। এরপর  থেকে সে নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে দিনভর খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান বের করতে ব্যর্থ হন তারা। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।