অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নাইজেরিয়ান আটক

 

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নাইজেরিয়ান আটকভারতে যাওয়ার চেষ্টার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর সীমান্তের নলগরিয়া এলাকা থেকে দুই নাইজেরিয়ান নাগরিকসহ এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আটকের পর বিকালে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা

আটকরা হলেন-ডেনিয়েল বিকামসো চখো (২৭), চিগোজি জাসিপাথ অপোতাজি(২৬) ও জমিনা বেগম (৫৫)।  

ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর জানান, ‘মো. রাব্বি নামে এক ব্যক্তির মাধ্যমে ঢাকা থেকে দুই নাইজেরিয়ান নাগরিক ভারত যাওয়ার উদ্দেশে সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর সীমান্তের নলগরিয়া এলাকার জমিনা বেগমের বাড়িতে অবস্থান নেয়। পরে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় মেইন পিলার-২০১৭/২-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলগরিয়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আশ্রয়দাতা জমিনা বেগমকেও আটক করা হয়।’

তিনি আরও জানান, আটককৃত নাইজেরিয়ানদের মধ্যে একজনের ভিসার মেয়াদ গত ১৫ অক্টোবর শেষ হয়েছে। অপরজনের আগামী ১ জানুয়ারি শেষ হবে।