খেলোয়াড় ধর্মঘটে অনিশ্চিত বগুড়ায় জাতীয় লিগের আগামীকালের ম্যাচ

আগামীকালের ম্যাচের জন্য স্টেডিয়ামের মাঠ, উইকেট প্রস্তুতবগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, উইকেট প্রস্তুত। কিন্তু, খেলোয়াড় ধর্মঘটের কারণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো দলের মধ্যে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ খবরে বগুড়ার ক্রিকেটপ্রেমীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের অফিস সহকারী মারুফ আহমেদ সুমন জানান, গত ১০ অক্টোবর ২১তম জাতীয় ক্রিকেট লীগ উদ্বোধন হয়েছে। গত ১৭ অক্টোবর বগুড়া স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্রো ও সিলেট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ২৪ অক্টোবর তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ দলের অংশগ্রহণের কথা। সংশ্লিষ্ট কর্মকর্তারা ও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু, ইমরান পারভেজ রিপন ও মো. ওয়াহেদ এসেছেন। এখন খেলোয়াড়রা এলেই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ক্রিকেট বোর্ডের নির্দেশমতো সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে নিয়মানুসারে আম্পায়াররা সকালে মাঠে উপস্থিত থাকবেন। নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় এসে পৌঁছালে খেলা হবে। তা না হলে বোর্ড কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার শাওন, কাটনারপাড়ার রাশেদুল ইসলাম, ফুলবাড়ির শোভন, নামাজগড়ের রাশেদ সুলতান, কালিতলার সুজন প্রমুখ ক্রিকেটপ্রেমী জানান, বৃহস্পতিবারের খেলা উপভোগ করতে তারা প্রস্তুতি নিয়েছিলেন। কাজ ও লেখাপড়া ছেড়ে খেলা উপভোগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ক্রিকেটারদের ধর্মঘটের কারণে ম্যাচ না হবার সম্ভবনা রয়েছে; তাই তারা হতাশ। তারা যেকোনও মূল্যে বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দূরত্ব কমিয়ে ম্যাচের আয়োজন করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।