জামালপুরে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে আটক ৫

আটকদের মধ্যে তিনজন- মশিউর রহমান, নোমান হোসেন ও সোহান জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪। বুধবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলা সদরের দুটি মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ তিন লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো– মাহমুদুল হাসান মাসুম (৩৫), নোমান হোসেন (৩২), মশিউর রহমান, সোহান (২৩) ও ফরহাদ হোসেন (৩০)।

র‌্যাব জানায়, র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপপরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি দল জেলার মেলান্দহ বাজারের জিন্নাহ মার্কেট এবং ফলের হাটির একটি মোবাইল ফোন রিচার্জের দোকানে এ অভিযান চালানো হয়।

মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, মাহমুদুল হাসান মাসুদ ও নোমান কম্পিটার এবং মোবাইলের মাধ্যমে টাকা লেনদেনের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে অনলাইনে ক্যাসিনো পরিচালনা করে আসছিল। দেশের বিভিন্নস্থান থেকে এবং প্রবাসীরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছে ডলার পাঠাতো। এছাড়া বিকাশের মাধ্যমেও টাকা পাঠানোর মেসেজ পাওয়া গেছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী কেউ জড়িত আছে কিনা তা জানা যাবে বলে জানিয়েছেন তিনি।