জামালপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

মাদক ব্যবসা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনজামালপুরের বকশীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বৃহস্পতিবার দুপুরে জানান, ওই এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী রহিম বক্স, শহীদ ও মোরশেদকে আটক করা হয়। আটকের পর তাদের স্বজন ও অন্য মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে ধানুয়া কামালপুরের নুর ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী রহিম বক্সকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা ও কমিউনিটি পুলিশের সহায়তায় মো. মোরশেদ আলী ও তার ছেলে সাব্বির হোসেন ও জাদু মিয়াকে আটক করা হয়। মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই ) ওমর ফারুক, মো. ফরিদুল ইসলাম ও মো. আবুল খায়ের আহত হন।

জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় রহিম বক্স, শহীদ, মোরশেদ ও সাব্বিরসহ অজ্ঞাতদের আসাম করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। রহিম বক্সসহ মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।’