এনায়েতপুর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ড নিয়ে ধূম্রজাল

১২১

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার (২ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ মূল্যবান নথি ও আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় অফিস তালাবদ্ধ থাকলেও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ঘটনাটি পূর্ব-পরিকল্পিত নাকি চুরি করতে এসে দুর্বৃত্তরা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা জানার পর স্থানীয় সংষদ সদস্য আবদুল মমিন মণ্ডল দ্রুত সেখানে যান। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আজগর আলী জানান, অগ্নিকাণ্ডে জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে। তবে কী কারণে সেখানে এই ঘটনা ঘটলো, এমনকি দলীয় সদস্যদের কেউ প্রতিহিংসা করে এই অশুভ কাণ্ড ঘটিয়েছে কিনা, নাকি চুরি করতে আসা দুর্বৃত্তরাই ঘটালো, তা আমরা ও পুলিশ কেউ নিশ্চিত হতে পারেনি।

বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-আমিন হোসেন বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি, সেরকম হলে বিষয়টি আমরা বুঝতে পারতাম। ইচ্ছেকৃতভাবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, অগ্নিকাণ্ডের আলামত সংগ্রহ করা হচ্ছে। যে কক্ষে আগুন লেগেছে, তার পাশের রুম থেকে দড়ি বেয়ে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেছিল। দেওয়ালের হাতের ছাপও পাওয়া গেছে। হাতের ছাপ নিয়ে কাজ করা পুলিশের সিআইডিদের ডাকা হয়েছে। তারা বিষয়টি আরও খতিয়ে দেখবে।