পেঁয়াজের ঝাঁজ বাড়লেও কমেছে মরিচের ঝাল

বগুড়া

বগুড়ার বাজারে পেঁয়াজ থাকলেও দাম কমেনি। বরং ক্রমেই বেড়েই চলছে এর ঝাঁজ। তবে কাঁচা মরিচের মূল্য কমেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বগুড়া শহরের প্রধান কাঁচামালের বাজার রাজাবাজার আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি আড়তে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে। তবে দাম কমার চেয়ে বেড়েছে।

‘আল্লাহর দান’ আড়তের মালিক আবদুর রহমান রুনু জানান, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা ও মিসরের লাল পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, প্রতিকেজি পেঁয়াজে ৫ টাকা থেকে ১০ টাকা মূল্য বেড়েছে। তারা দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি করছেন।

অন্যদিকে কাঁচা মরিচের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। পাইকারি বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ২৫ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে ৩৫ থেকে ৪০ টাকা। কয়েকদিন আগে কাঁচা মরিচের দাম আরও বেশি ছিল।

ফতেহ আলী বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা জানান, তারা রাজাবাজার থেকে কাঁচা মরিচ পাইকারিতে ২৬-২৮ টাকা কেজিতে কিনে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন।