বৃহস্পতিবার বিকালে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
আমির খসরু বলেন, ‘শুদ্ধি অভিযান বাংলাদেশের আইন শৃঙ্খলার কারণে হয়নি, শুদ্ধি অভিযান হচ্ছে ভাগ বাটোয়ারার ব্যাপার। বাংলাদেশে মাফিয়া তৈরি হয়েছে আওয়ামী লীগের ভেতর। আর এই মাফিয়াদের যখন স্বার্থে টান পড়ছে তখন তারা নিজের বোনের স্বামী ও নিজের ভাইকেই মেরে দিচ্ছে।’
তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি কোনও আইন নয়, এটি একটি তলোয়ার। কথা বললেই সে তলোয়ার আপনার মাথায় পরবে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এই আইন চলতে পারে না। এসব আইন করে জনগণকে ভয়ে রেখে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে।’
সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি সভাপতি এসএম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আমির এজাজ খান প্রমুখ।