রবিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ

হিলি স্থলবন্দর

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে হিলি স্থল শুল্ক স্টেশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য ওঠানো, নামানো, ডেলিভারি দেওয়াসহ সব কাজ বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আবারও দুদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।